কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
রোকনুজ্জামান কোটচাঁদপুর প্রতিনিধি-
ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলা শহরের হাসপাতাল সড়কের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।
মৃতরা হলেন-মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে মহসীন আলী (৪০) ও কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আজিম হোসেন (২৭)।
কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানান, ওই সড়কের বেনেপাড়া এলাকায় ব্যবসায়ী সাইফুল্লাহ বাবলুর নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক মহসীন ও ইলেক্টট্রিক মিস্ত্রি আজিম। সেসময় ভবনের একটি রড বিদ্যুতের সার্ভিস লাইনের সাথে লেগে গেলে দুইজনই বিদ্যুতায়িত হয়। বিদ্যুতায়িত হয়ে ৩ তলা ভবনের ছাদ থেকে সড়কে মহসীন ও আজিম ভবনের নিচে পড়ে যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আজীমকে মৃত ঘোষণা করে। শারিরীক অবস্থার অবনতি হওয়ায় মহসীনকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মহসীনও মারা যায়।
No comments