ঝিনাইদহের সিও সংস্থার নির্বাহী পরিচালকের জন্মদিন পালিত
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহের সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম’র জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল থেকে মধ্য রাত পর্যন্ত শহরের চাকলাপাড়া সিও সংস্থার প্রধান কার্যালয় আলোক সজ্জায় সজ্জিত করা হয়। পরিণত হয় উৎসবের আমেজে। নামতে শুরু হয় মানুষে ঢল। কানায় কানায় পরিপূর্ণ হয় সিও কার্যালয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষথেকে বসানো হয় বেশ কয়েকটি স্টল। সেখানে বসানো হয় নানা রকম খাবারের পসরা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সারি বদ্ধ ভাবে লাইনে দাড়িয়ে সিও প্রধান সামছুল আলমকে ফুলদিয়ে বরণ করে নেন। সিওর পক্ষ থেকে রাখা হয় অতিথী আপ্যায়নের ব্যবস্থা। আলোচনা ও দোয়া মাহফিল শেষে কেক কাটার মধ্যদিয়ে জন্মদিনের উৎসব পালন করা হয়।
জন্মদিনের উৎসবে উপস্থিত ছিলেন সিও পরিবারের সকল সদস্য, ঝিনাইদহের সাংবাদিক, প্রশাসন, সাংস্কৃতিক সংগঠন, সুশীলসমাজ, জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ। জন্মদিনে সিও প্রধান সামছুল আলমসহ তার পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু ও উত্তোরত্তর সাফল্য কামনা করেন উপস্থিত অতিথিরা।
No comments