কালীগঞ্জে মটর চালাতে বিদ্যুৎস্পর্শে হয়ে কলেজ ছাত্র বিপ্লব নিহত
জাহাঙ্গীর আলম বাবু, বারোবাজার :
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পর্শে হয়ে বিপ্লব (২৪) নামে এক ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কালীগঞ্জে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদেডিহি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের খাঁ পাড়ার টিপু সুলতানের ছেলে ও যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মিনে।
নিহত বিপ্লবের ভাই হুরাইরা জানান, বাড়ির পাশের পুকুরের মাছ চাষ করতে পুকুরে নিয়মিত মটর চালিয়ে পানি দিতে হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে আমার বড় ভাই বিপ্লব পুকুরে পানি দিতে মটর চালাতে যায়। এসময় অসাবধানবসত ভাবে মটরে হাত দিতেই হঠাৎ করেই বিদ্যুতায়িত হন বিপ্লব। এসময় ঘটনা স্থলেই সে মারা যায়।
No comments