ঝিনাইদহে প্লাস্টিক ফুল বর্জনকল্পে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
প্লাস্টিক ফুল বর্জনকল্পে করণীয় নানা বিষয়ে ঝিনাইদহে এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে বিশ^ ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন।
কর্মশালায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের ভিজিটিং ড. সুনিল কুমার রায়, আরআরএফ’র প্রকল্প ব্যবস্থাপক ড. অসিত বরণ মন্ডল, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ নবী, কালীগঞ্জ কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, কোটচাঁদপুর কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, হরিণাকুন্ডু কৃষি কর্মকর্তা শাহীন ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মশালায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ফুলচাষী, কৃষি কর্মকর্তারা অংশ নেয়।
আয়োজকরা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার গান্না কে ফুলের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তুলতে বিশ^ ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর আওতায় ফুল সেক্টরের উন্নয়নের জন্য ‘ইকোলজিক্যাল ফার্মিং এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফুল ব্যবসার সম্প্রসারণ নামে একটি প্রকল্পে কাজ করছে। যাদের মুল উদ্দেশ্যে ফুলচাষীদের উন্নয়ন। তারই অংশ হিসেবে অনুষ্ঠিত এ কর্মশালায় প্লাস্টিক ফুলের বিপক্ষে জনমত গড়ে তোলা, আমদানি বন্ধে কাজ করা, সরকারি-বেসরকারি সংস্থাসহ সকল অনুষ্ঠানে প্রাকৃতিক ফুলের ব্যবহার শতভাগ নিশ্চিত করাসহ নানা পরামর্শ দেন অংশগ্রহণকারীরা।
No comments