কোটচাঁদপুর শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্টিত
রোকনুজ্জামান,কোটচাঁদপুর প্রতিনিধি-
ঝিনাইদহের কোটচাঁদপুরে কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও তাদের মাঝে প্রশিক্ষন সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কোটচাঁদপুরের শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান করা হয়। দরিদ্র মহিলাদের জন্য সম্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ( ইরেসপ্র) এর আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পল্রী উন্নয়ন বোর্ড, ঝিনাইদহের উপপরিচালক মোহাম্মদ মুক্তার হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার রমিজ উদ্দিন (তপু),সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) আল-আমিন।
এ সময় ওই বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী ও প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাদের মধ্যে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন,অতিথিবৃন্দরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তার হোসেন বলেন, স্কুল পর্যায় থেকে সঞ্চয়ি হিসাবে ছাত্রীদেরকে গড়ে তুলতে এ প্রকল্পের মাধ্যমে তাদের কাছ থেকে সঞ্চয় গ্রহন করা হচ্ছে।
No comments