ঝিনাইদহে ‘উই রিং দ্যা বেল’ উদযাপিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে এইড ফাউন্ডশেনরে আয়োজনে, চিল্ড্রেন ইম্পাওয়ারমন্টে প্রকল্পরে আওতায় ‘উই রিং দ্যা বেল’ উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে একই সঙ্গে একযোগে ঝিনাইদহে শিশু এবং শিক্ষকগণ এক মিনিট ধরে ঘন্টা বাজিয়ে সকল প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার আদায়ে দৃষ্টি আর্কষণ করলো, নীতিনির্ধারক ও সাধারণ মানুষের মাঝে। “উই রিং দ্যা বেল” নামক বিশ্বব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিবন্ধী ও সাধারণ শিশুরা শিক্ষা প্রতষ্ঠিানে ঘন্টা, ঢোল, বাদ্যযন্ত্র এমনকি থালা বাসনে আওয়াজ তুলে প্রতীকী এ র্কমসূচী পালন করেছে। এ বছর ‘উই রিং দ্যা বেল’ এর মূল বার্তা “আমরা চাই প্রতবিন্ধীসহ সকল শিশু বিদ্যালয়ে আসুক”। যে সমস্ত প্রতিবন্ধী শিশু স্কুলে যেতে পারেনা তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য অন্য সকল প্রতিবন্ধী ও সাধারণ শিশু, তাদের শিক্ষক, অভিভাবক মিলে এ র্কমসূচী পালন করে। পৌর এলাকার ওয়াজের আলী স্কুল এন্ড কলেজ মাঠে ঘন্টাধ্বনী বাজিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমকি শিক্ষা কর্মকর্তা, উপজলো প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজ সবো কর্মকর্তা, উজির আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ওয়াজের আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। “উই রিং দ্যা বেল” ক্যাম্পেইনের পাশাপাশি একই দিন বেল রিলে ও সিগনেচার ক্যাম্পেইন নামে আরো দু’টি পৃথক কার্যক্রম অনুষ্ঠতি হয়। উদ্দশ্যে একটাই প্রতবিন্ধী শিশুদের বিদ্যালয়ে গমনের বিষয়ে সমাজের সকল স্তরের মানুষকে সচতেন করা এবং তাদের অধিকারের বিষয়ে সোচ্চার হওয়া। এই অনুষ্ঠান আয়োজনে ছিল এইড ফাউন্ডশেন, সহযোগীতায় সিডিডি র্অথায়নে লিলিয়ান ফন্ডস।
No comments