ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে ৱ্যালী ও আলোচনা সভা
ঝিনাইদহ প্রতিনিধি-
“এডিস মশা নির্মূলে সোচ্চার রই, দায়িত্বশীল নাগরিক হই” এই শ্লোগানে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশা নিধন কার্যক্রম উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে তা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। র্যালি শেষে মুক্ত মঞ্চে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা আনুষ্ঠিত হয়।
সেসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথীলা ইসলাম প্রমূখ। পরে মশক নিধনে শহরের বিভিন্ন স্থানে ঔষধ স্প্রে করা হয়।
No comments