ঝিনাইদহে গান্না ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল’র উদ্বোধন

 ঝিনাইদহ প্রতিনিধি-

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে ম্যুরালটি উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

বিশেষ অতিথি ছিলেন গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মালিথা, সাবেক সভাপতি ইবনে কাশেম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সিটি, ইউপি সদস্য আমির হোসেন মল্লিক, আক্তার হোসেন প্রমুখ

ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৬ লাখ টাকা ব্যায়ে এ মুর‌্যালটি নির্মাণ করছেন গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম।

সেসময় বক্তারা বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর গৃহীত সব পদক্ষেপ বাস্তবায়নে সম্মিলিতভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে ৷’ বঙ্গবন্ধুর আদর্শ বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই ইউনিয়ন পরিষদ চত্বরে এই ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। এটিই মনে হয় দেশের প্রথম কোন ইউনিয়ন পরিষদ চত্বরের প্রথম ম্যুরাল।


No comments

Powered by Blogger.