কালীগঞ্জে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে নিয়ে আলোচনা সভা
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধাকালীন বীরত্বগাথা শুনানোর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই উপলক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্লের যুগ্ম-সচিব মো : শাহ আলম সরদার। বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প পরিচালক ও উপ-সচিব ডা : মো : নুরুল আমিন, মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান প্রমূখ। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কালীগঞ্জ উপজেলা মস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শহীদ নূর আলী কলেজ, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় ও সোয়েব নগর দাখিল মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন। আলোচনা শেষে ১০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।
No comments