ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। উপজেলা শহরের প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহরের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর জোয়ার্দ্দারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামী লীগের সদস্য ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তরা, আগামী সংসদ নির্বাচনে হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। প্রার্থী যেই হোক না কেন দল যাকে মনোনয়ন দিবে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে সকলকে কাজ করার আহবান জানান তারা।
No comments