৪ দফা দাবী আদায়ে ঝিনাইদহে ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-

কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ প্রদাণ, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন অব বাংলাদেশ নামে সতন্ত্র শিক্ষাবোর্ড গঠনসহ  ৪ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ম্যাটস্ শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ম্যাটস্ এর শিক্ষার্থীরা শিক্ষার্থীসহ ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ম্যাটস’র শিক্ষার্থী ও ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকরা অংশ নেয়। 

সেসময় মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ম্যাটস্’র শিক্ষার্থী আহসান হাবিব, রুবাইয়া নাজনীন রিপা, সুইটি খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধন থেকে সারা দেশের ৫০ হাজারেরও বেশি ম্যাটস শিক্ষার্থীর এই দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।


No comments

Powered by Blogger.