কালীগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ গৃহকর্মি ধর্ষণ মামলার পালাতক আসামি মশিয়ার মাতুব্বর (৩৫) কে জেলার হরিনাকুন্ডু উপজেলার কাচারী বিন্নি গ্রামের জিন্দা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে।  মশিয়ার মাতুব্বর কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কাকলাশ গ্রামের ছাদেক মাতুব্বরের ছেলে।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর উপজেলার রঘুনাথপুর গ্রামে ধর্ষিতার বাড়িতে গিয়ে কাজের কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ বাড়িতে উপর্যপুরি ধষর্ন করে।  ঘটনার পর ধর্ষিতার ছেলে বাদী হয়ে ঐদিন কালীগঞ্জ থানায় মামলা করে। এদিকে ধর্ষক মশিয়ার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশ মাঠে নামে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর  রহমান জানান, ধর্ষিতার ছেলে মামলার পরপরই আসামীকে গ্রেপ্তার অভিযান অব্যহত রাখা হয়। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযূক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ৮সেপ্টেম্বর দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের সময় জেলার হরিণাকুন্ড উপজেলার কাচারী বিন্নি গ্রামের জিন্দা মোড় এলাকায় অভিযান চালিয়ে ধর্ষন মামলার আসামী মশিয়ার মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

No comments

Powered by Blogger.