কালীগঞ্জে দোকানে আগুন লেগে ভস্মিভূত, ১২ লক্ষাধিক টাকা ক্ষতি

 এম শাহজাহান আলী সাজু-

ঝিনাইদহ কালীগঞ্জে গভীর রাতে আগুন লেগে এক কীটনাশক দোকানের কমপক্ষে ১২লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কাদিরডাঙ্গা গ্রামের হাসান আলীর দোকানে এঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। হাসান আলী ওই গ্রামের মগরব আলীর ছেলে। তিনি একটি কীটনাশক কোম্পানীর মার্কেটিংয়ের চাকুরীর পাশাপাশি নিজ বাড়ির পাশে একটি সার কীটনাশকের দোকান দিয়ে তা পরিচালনা করে আসছিলেন।

ক্ষতিগ্রস্থ হাসান আলী জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে তারা বাড়ির সকলে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দোকানের মধ্যে তিনি শব্দ শুনতে পান। পরে বাইরে বেরিয়ে দেখেন দোকানে আগুন জ¦লছে। এরপর সকলে মিলে চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। সকলে চোখের সামনেই আগুনে তার দোকানের মধ্যে থাকা সারকীটনাশক, একটি ডিসকভারী মটরসাইকেলসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামালপুড়ে ছাই হয়ে যায়। কেউ আগুন ধরিয়ে দিলো না বিদুত্যের সর্টসাকিটের মাধ্যমে আগুন  লাগলো তা তিনি বুঝতে পারছেন না। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি সাধারন ডাইয়েরী করেছেন।



No comments

Powered by Blogger.