মহেশপুরের সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

 ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় গোলাম রসূল (২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ওই উপজেলার গুড়দা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত গোলাম রসূল একই উপজেলার মানিকদিহি গ্রামের মনিরুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে একই উপজেলার পদ্মপুকুর কলেজে যাচ্ছিল গোলাম রসুল। সেসময় পথে ওই স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় গোলাম রসুল।

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনান্থালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



No comments

Powered by Blogger.