কালীগঞ্জে বিদ্যুত¯পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

স্টাফ রপোর্টার-

ঝিনাইদহ জেলার কালীগঞ্জে বিদ্যুৎ¯পৃষ্টে সেলিম হোসেন (৩২) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল গ্রামের আবুল কাশেমের বাড়িতে কাজ করার সময় এঘটনা ঘটে। সেলিম ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামের মানোয়ার হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মিনে। 

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল গ্রামের আবুল কাশেমের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় অসাবধানবসত কারণে বিদ্যুৎ¯পৃষ্ট হন। এসময় স্থানীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।


No comments

Powered by Blogger.