কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে আরভী নামের ৩ বছরের একটি কন্যা শিশু পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার কাঁকলাস গ্রামে এঘটনা ঘটে। শিশু আরভী কাঁকলাস গ্রামের আতাউর রহমানের মেয়ে ও এডিশোনাল ডিআইজি সাজ্জাদুর রহমানের ভাতিজি। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মিনে।
আরভীর ফুফাতো ভাই মনজরুল ইসলাম জানান, শিশু আরভী সোমবার বিকাল সাড়ে ৫ টার সময় বাড়ির সামনে পুকুর পাড়ে একা একা খেলা করছিল। কিন্তু অসাবধানতা বসত ভাবে পুকুরে পানিতে পড়ে যায়। পরে অনেক খোজা-খোজির পর তাকে পুকুরে ভাসতে দেখা যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তিনি আরো জানান, পুকুর পাড়টির চার পাশে তারকাটার বেড়া দেওয়া। পুকুর নামার একটি মাত্র দরজা। দরজাটি সব সময় বন্ধ থাকে। কিন্তু যে কেউ ঐ দরজাটি খুলে রাখার কারণে শিশুটির করুন মৃত্যু হলো।
No comments