কোটচাঁদপুরে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রোকনুজ্জামান, কোটচাঁদপুরঃ


পুলিশের বাধা উপেক্ষা করে ঝিনাইদহের কোটচাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপি’র (৪৫) তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।শুক্রবার (১সেপ্টেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে উপজেলা ও পৌর কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে স্থানীয় মেইন বাসষ্টান্ড উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে খান আবাসিকের সামনে পৌছালে মিছিল টি তে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে পৌর পাঠাগারের সামনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি  অধ্যাপক আব্দুর রাজ্জাক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবুবকর বিশ্বাস,পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র সালাহউদ্দীন বুলবুল সিডল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ফারুকুল আলম শেখা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও এলাঙ্গী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইকরামুল হক,
 উপজেলা যুবদলের আহ্বায়ক  আশরাফুজ্জামান খাঁন মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান,সদস্য সচিব সেলিম রেজা মধু, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সচিব শাহানুর রহমান শাহান, পৌর যুবদলের  যুগ্ম আহ্বায়ক আবু তালেব রিপন, যুগ্ম আহ্বায়ক বেনজামিন, উপজেলা ছাত্রদের আহ্বায়ক নাছির উদ্দীন লিয়ন,সদস্য সচিব হুমায়ূন কবির হিরা, পৌর ছাত্র দলের আহ্বায়ক নিশু,সদস্য সচিব ফজলে রাব্বি প্রমূখ। এসময় উপজেলা ও পৌর বিএনপি সহ সকল  অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.