কালীগঞ্জে বিভিন্ন বাজারে গণসংযোগ কালে ..আয়ুব হোসেন খান দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন

 স্টাফ রিপোর্টার-

কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান বলেন, আগে যশোর থেকে ঢাকায় যেতে ৬-৭ ঘন্টা সময় লাগতো। আর এখন লাগে মাত্র ৩ ঘন্টা। শুধুমাত্র পদ্মা সেতু হওয়ার কারণে। এরপর যখন পদ্মা সেতুদিয়ে ট্রেন চলা-চল করবে তখন সময় আরো কম লাগবে। তিনি বলেন, যে সকল আওয়ামীলীগের কর্মীরা গত ১০ বছরে নির্যাতিত হয়েছেন, ঘর-বাড়ি ছাড়া হয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। গতকাল সোমবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর বাজার, গাজির বাজার, দামোদারপুর বাজার, ভিটাখোলা বাজার,দিঘারপাড়া বাজার গণসংযোগের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন । এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রশিদ খোকন, ৩নং কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়অর হোসেন বাদশা, মালিয়াট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আজিজুল খাঁ, ৮নং মালিয়াট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক ওজুউল্লা, মালিয়াট ইউনিয়ন যুবলীগের সভাপতি কাবিরুল ইসলাম নান্নু, ৯নং বারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, আওয়ামীলীগ নেতা সেলিম হোসেন, ছাত্রলীগ নেতা মেজবা উদ্দীন প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বাস্তুহারালীগসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।


No comments

Powered by Blogger.