কালীগঞ্জে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ

 

স্টাফ রিপোর্টার-

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খানের নেতৃত্বে রোববার বিকালে উপজেলা চাপরাইল বাজার ও দুলাল মুন্দিয়া বাজারে বিভিন্ন দোকান মালিক ও সাধারণ মানুষের সাথে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান তপু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রশিদ খোকন, সাবেক ছাত্র নেতা ইদ্রিস আলী, ৮নং মালিয়াট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল আজিজ, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত খা, মালিয়াট ইউনিয়ন যুবলীগের সভাপতি কাবিরুল ইসলাম নান্নু, ৯নং বারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, আওয়ামীলীগ নেতা সেলিম হোসেন, ছাত্রলীগ নেতা মেজবা উদ্দীন প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বাস্তুহারালীগসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।



No comments

Powered by Blogger.