কালীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে আটক-৪, চোরাই ট্রাক উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৪ জন চোর চক্রের সদস্য আটক করেছে পুলিশ। তাদের তথ্য অনুযায়ী চোরাই ট্রাকটি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশ জানায় , গত শুক্রবার গভীর রাতে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে থেকে ট্রাক চুরির সময় রেজওয়ান হোসেন (২২) নামের এক যুবককে আটক করে পুলিশ। আটক রেজওয়ান চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। শনিবার আটক রেজওয়ানের তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলা থেকে চোর চক্রের আরো ২ জনকে আটক করা হয়। তারা হলেন, আকাশ মিয়া (২২) ও রিয়াদ হোসেন (২৪)। আটককৃত তিনজনই চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার বাসিন্দা। এরপর চোর চক্রের দেওয়া তথ্য নিয়ে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা থেকে অপূর্ব কর্মকার অপুকে (২৫) একটি চোরাই ট্রাকসহ (ঢাকা মেট্রো-ট-১৮৯৩৫০) আটক করে কালীগঞ্জ থানা পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মিনে জানান, আটককৃতদের নামে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
No comments