ঝিনাইদহে তামাক বিরোধী ও নাগরিক সংগঠনের সমন্বয় সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে তামাক বিরোধী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মডেল পৌরসভা কার্যক্রম বাস্তবায়ন, পরিকল্পনা প্রণয়ন ও সংবেদনশীল করার জন্য স্থানীয় তামাক বিরোধী সংগঠন ও নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সাথে এইড ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পদ্মা সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা মানবাধিকার কমিটির সভাপতি ও সুশীল সমাজের প্রতিনিধি আমিনুর রহমান টুকু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ফয়সাল আহমেদ,শিক্ষক সুরাইয়া বেগম, কামরুন নাহার, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, চন্দন বসু মুক্ত, রাশেদুল হক, আরাফাত হোসেন, মেহেদী হাসান প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এইড ফাউন্ডেশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্প কর্মকর্তা নাছির উদ্দিন।

সমন্বয় সভায় সকলে মডেল পৌরসভাতে নিশ্চিত করতে তামাকজাত দ্রব্য বিক্রয়ের দোকানে সতন্ত্র লাইসেন্সিং ব্যবস্থা চালু করা, বিজ্ঞাপন মুক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠানের ১’শ মিটারের মধ্যে হতে তামাকজাত দ্রব্য বিক্রয়ের দোকান অপসারণ/ বিক্রয় বন্ধ করা, পৌরসভার বাজেটে প্রচারণা কার্যক্রমের জন্য বরাদ্দ রাখা, পৌরসভার ওয়েবসাইটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা আপলোড করা। 




No comments

Powered by Blogger.