কালীগঞ্জে প্রস্তুতি মূলক সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার-

৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্ম বার্ষিকী, ৮ আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী ও ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকীতে “জাতিয় শোক দিবস ২০২৩” উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা প্রশাসনের আযোজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ আনোয়ারুল আজীম আনার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন খাঁন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, ভাইস-চেয়ারম্যান শিবলী নোমানী, শাহনাজ পারভীন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, সাংবাদিক এনামুল হক সিদ্দিক প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।  


No comments

Powered by Blogger.