ঝিনাইদহের কালীচরণপুর ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। কালীচরণপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় দিন ব্যাপী আলোচনা সভা, কোরআন খতম, দোয়া মাহফিল ও গণভোজের অয়োজন করা হয়। 

সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কালীচরণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। সেসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. বিকাশ কুমার ঘোষ, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল-ইমরান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহারিয়ার করিম রাসেল, সাধারন সম্পাদক রানা হামিদ, সদর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোদাচ্ছের হোসেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নাল হোসেন, নওশের খান, শামসুল আলম, মকবুল বিশ্বাস ও হারুন-অর-রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। 



No comments

Powered by Blogger.