ঝিনাইদহের ব্যাংক কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের সকল ব্যাংকের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার আজিম-উল-আহসান। বোরবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, ডিবি ওসি শাহীন আলীসহ সরকারি-বেসরকারী দপ্তরের সকল ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা পুলিশ সুপার জেলার ব্যাংকের লেনদেনে স্বচ্ছতা, জাল টাকা রোধ, গ্রাহক হয়রানি বন্ধ, গ্রাহকের নিরাপত্তা, ব্যাংকের নিরাপত্তাসহ নানা বিষয়ে আলোচনা করেন। সেই সাথে ব্যাংক কর্মকর্তাদের নিরাপত্তা প্রদাণের আশ্বাস ও দেন।
No comments