কালীগঞ্জে আইন শৃংখলা মিটিং অনুষ্ঠিত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাসিক আইন শৃংখলা মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ মাসিক আইন শৃংখলা মিটিং অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নবগঠিত আংশিক কমিটির সদস্য এসএম হাজাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুর সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খাঁন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : মাহবুবুর রহমান, বারোবাজার হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জরুল আলম, ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, ৩নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আল-আজাদ, ৮নং মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল খাঁ, ৯নং বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ১১ নং রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, নির্বাচনী কর্মকর্তা আলমগীর হোসেন প্রমূখ। এসময় মুক্তিযোদ্ধা, কর্মরত গনমাধ্যমকর্মীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
No comments