ঝিনাইদহে সেইপ ও গ্যাপ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রকল্পের কার্যক্রম সর্ম্পকে জনগণকে অবহিত করা এবং জেন্ডার এ্যাকশন প্লান (গ্যাপ) সম্পর্কে সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার সুমী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান শহিদ শিকদার, সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান নাজির উদ্দিনসহ অন্যান্যরা।
কর্মশালায় স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রকল্পের মাধ্যমে যুবদের প্রশিক্ষণ প্রদাণ করা ও নানা সুবিধা সম্পর্কে অংশগ্রহণকারীদের জানানো হয়। সেই সাথে এই প্রশিক্ষণ কিভাবে কোথা থেকে পাবে তাও জানানো হয়।
No comments