ঝিনাইদহে নাশকতা মামলায় জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী গ্রেফতার

 ঝিনাইদহ প্রতিনিধি-

নাশকতার মামলায় ঝিনাইদহে জামায়াত ও শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার সদর, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মহেশপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই, নায়েবে আমির ফকির আওলাদ, সদস্য আবু জাফর ও আলি আহমেদ। কোটচাঁদপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে  কুশনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও ২ নম্বর ওয়ার্ড সভাপতি আলামিন হোসেন, ঝিনাইদহ সদর উপজেলার কালীচরনপুর ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি ইমরান হোসেন, শিবির সদস্য আব্দুস সামাদ ও বায়োজিদ হোসেন।

ঝিনাইদহের পুলিশ সুপার আজীম-উল আহসান জানান, রাতে জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সেসময় মহেশপুর থেকে ৪ জন, কোটচাঁদপুর থেকে ২ জন ও সদর থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।


No comments

Powered by Blogger.