ঝিনাইদহে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদরে ইয়াছিন সরকার নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে সদর উপজেলার চন্ডিপুর গ্রামের নিজ শোবার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ইউনুস সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ আগে ইয়াছিনের পরিবারের সকলে ঝিনাইদহ শহরে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। পরে ইয়াছিন আত্মীয় বাড়ি থেকে গ্রামের বাড়িতে ফিরে আসে। আজ সকালে প্রতিবেশিরা ইয়াছিনের বাড়ি থেকে পচা দুর্গন্ধ পেয়ে তার বাবা ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার বাড়ির ঘরের দরজা ভেঙ্গে ইয়াছিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ইয়াছিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মাদকাসক্তের কারনেই তার মৃত্যু হয়েছে। তবে লাশ ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলেও জানায় পুলিশ।   


No comments

Powered by Blogger.