ঝিনাইদহে মধুপুর চৌরাস্তা বাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের মধুপুর চৌরাস্তা বাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার দিন ব্যাপি আলোচনা সভা, কোরআন খতম, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
১৫ নং কালীচরণপুর ইউনিয়নের উত্তর কাষ্টসাগরার চৌরাস্তা বাজারে আলোচনা সভা, কোরআন খতম, দোয়া মাহফিল ও গণভোজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। সেসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল-মামুন, ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার শেখ, শহিদুল মাষ্টার, বশারত আলী, সামসুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
No comments