ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে শহরের উজির আলী স্কুল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরজ আলী শান্ত, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান রিন্টু মুন্সী, সদস্য শরিফুল ইসলাম, কাজল, মিঠুন, মোস্তাক, ফারুক, মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা, প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছে বিএনপির চলমান আন্দোলন আরও জোরদার করতে সকলকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

No comments

Powered by Blogger.