ঝিনাইদহে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন পালন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন পালিত হচ্ছে।

মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাস্ট্রের পক্ষে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার সুমি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র‌্যালি যোগে শিল্পকলা একাডেমী চত্বরে জমা হয় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বঙ্গমাতার প্রেরণা সকল নারীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন নারীরা।


No comments

Powered by Blogger.