ঝিনাইদহে আওয়ামীলীগের উদ্দ্যোগে শোক দিবসের আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে পোড়াহাটি তেল পাম্পের সামনে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, জেলা যুবলীগের সদস্য ও সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা, ইউপি সদস্য হামিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, বিল্লাল হোসেন, ফজলুর রহমান, আওয়ামীল নেতা শওকত হোসেন, শের আলী, মনিরুল ইসলাম, শেখ রুহুল আমিন নান্টু, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফিরোজ উদ্দিন, ছাত্র লীগের আহবায়ক তুহিন হায়দার সালমানসহ আরো অনেকে। পরে ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি’র নির্দেশনা মোতাবেক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমুলক আলোচনা করা হয়। সেসময় নেতৃবৃন্দ নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারো প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।


No comments

Powered by Blogger.