ঝিনাইদহে বিশ্ব আদিবাসী দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
‘প্রকৃতি বাঁচলে ক্ষুদ্র নৃ-গোষ্টি বাঁচবে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ফেডারেশনের আয়োজনে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পালিত হয় মানববন্ধন কর্মসূচী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও অন্যান্যরা অংশ নেয়। কর্মসূচীতে আদীবাসী নেতা মন্টু বিশ্বাস দীলিপ বিশ্বাস, দোলন কুমার, বিষ্ণু বিশ্বাস, চৈতন্য সরকার, ধীরেন কুমার বিশ্বাস, কাজল কুমার বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবী জানান।
No comments