কালীগঞ্জের ঈশ্বরবা গ্রামে কৃষক সভা অনুষ্ঠিত।

 স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জের ঈশ্বরবা গ্রামে ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিঃ বালিয়াডাঙ্গা ,কালীগঞ্জ ঝিনাইদহ এর উদ্যোগে এক কৃষক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কৃষক সভায় বক্তব্য রাখেন ফিরোমন ইন্ডাষ্ট্রিজ লিঃএর পরিচালক মনোয়ার হোসেন হিমেলএরিয়া ম্যানেজার নজরুল ইসলাম,উপস্থিত ছিলেন চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ও চিত্রানিউজ২৪ডট কমের সম্পাদক সোলায়মান হোসাইন, ফেরোমন ইন্ডাষ্ট্রির মার্কেটিং অফিসার জহুরুল ইসলাম,পরিবেশক ফিরোমন ইন্ডাষ্ট্রিজ লিঃএর এবং বিশিষ্ঠ সার ও কিট নাশক ব্যবসায়ী সোহেল রানা  সহ এলাকার বিশিষ্ঠ কৃষকগণ।সভায় ফিরোমন ইন্ডাষ্ট্রিজ লিঃএর পরিচালক মনোয়ার হোসেন হিমেল আহ্বান করেন জমিতে অতিমাত্রাই রাসায়নিক সার ব্যবহার না করার জন্য জমিতে সার ব্যবহার করারার পূর্বে সারের গুনগত মান জেনে নেবেন কারণ অতিমাত্রায় রাসায়নিক সার ব্যহারের ফলে মাটি তার উর্বর শক্তি হারিয়ে ফেলছে যারফলে সারেরর অপচয় হচ্ছে কৃষকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

                              

No comments

Powered by Blogger.