ঝিনাইদহে আশ্রয়ণ-২ প্রকল্পের যৌথ কমিটির সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের নির্দেশনা অনুযায়ী যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শারমিন আক্তার সুমী, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি’র একান্ত সচিব রোকনুজ্জামান রিপন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। 

উল্লেখ্য, সেসময় সদর উপজেলার ৭৭৫ টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।

অপরদিকে অনুষ্ঠান শেষে সদর উপজেলার ইউনিয়নের সচিব ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের কাজের দক্ষতা বৃদ্ধিতে ট্যাব বিতরণ করা হয়।


No comments

Powered by Blogger.