কালীগঞ্জে মাই ভিশন ইলেকট্রনিক্স পার্ক এর উদ্বোধন করেন নায়ক রিয়াজ
এনামুল হক সিদ্দীক-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোটচাঁদপুর রোডে অবস্থিত ওরিয়ন হোম অ্যাপ্লায়েন্স লিমিটেডের এক্সক্লুসিভ শোরুম মাই ভিশন ইলেকট্রনিক্স পার্ক এর শুভ উদ্বোধন করেন চিত্রনায়ক রিয়াজ। কালীগঞ্জে ২২ জুন শনিবার বিকাল ৫ টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ - ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ চিনিকল এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ওরিয়ন হোম এপ্লায়েন্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ (অব.),হেড অফ সেলস মোশারফ হোসেন রাজিব, খুলনা ডিভিশনের জোনাল ম্যানেজার শেখ শহিদুল ইসলাম এবং কালীগঞ্জ মাই ভিশন ইলেকট্রনিক্স পার্ক এর স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান হোসেন সাজ্জাদ। শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়ক রিয়াজ ওরিয়ন হোম এ্যাপ্লায়েন্স এর বিভিন্ন পণ্য ও অফার স¤পর্কে গ্রাহকদেরকে অবগত করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ অনেক জনতা উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন।
No comments