প্রায়ত নেতাদের আত্মার শান্তি কামনায় কবর জিয়ারত করেছেন নবগঠিত উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের প্রায়ত নেতাদের আত্মার শান্তি কামনায় কবর জিয়ারত করেছেন নবগঠিত উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। রোববার সকালে থেকে দুপুর পর্যন্ত পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে গিয়ে তাদের কবর জিয়ারত করা হয়। এর মধ্যে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুল ইসলাম শুকুর, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মরহুম আব্দুল মান্নান, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র মরহুম মোকছেদ আলী, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম খন্দকার রেজাউল করিম রেজা, যুবলীগ নেতা মরহুম আরিফুর ইসলাম আরিফ, ৬নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মরহুম আব্দুল সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু বক্করসহ প্রায়ত নেতাদের কবর জিয়ারত করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ-দপ্তর স¤পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক দপ্তর স¤পাদক কাজী নাসিম আল মোমিন রূপক, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসরাইল হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক মোঃ আয়ুব হোসেন খান, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক স¤পাদক মোঃ মুস্তাফিজুর রহমান বিজু, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ খায়রুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ স¤পাদক মোঃ মতিয়ার রহমান মতি, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক মোঃ আমিনুর রহমান তপু, কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য মোঃ সেলিম রেজা, সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান মিয়ার ছোট ভাই উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রশিদ খোকন মিয়া, ৫নং সিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী গোলাম রসুল, কালীগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি সাহেদ কবির লিমন, পৌর আওয়ামী লীগ নেতা ও কালীগঞ্জ উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ স¤পাদক প্রশান্ত কুমার খাঁ, পৌর আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর তুহিঙ্গীর আলম তপন, কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক অমিত সিকদার বিশু, কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডারের সভাপতি গাজী জাহাঙ্গীর আলম বাবু, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ স¤পাদক ইদ্রিস আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শুক্রবার কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এহিয়া মোল্লা, সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি মরহুম আব্দুল মাবুদ ময়না, পৌর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মরহুম তোরাব আলী, কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ স¤পাদক মরহুম গোলাম রসুল, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক মরহুম গোলাম আব্বাস বাবু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম আব্দুর সাত্তার ওরফে পোড়া সাত্তার, ৪নং নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মরহুম আবু হাসান, মালিয়াট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক মরহুম আজিম উদ্দিন, মালিয়াট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মরহুম মোঃ মোতাহার হোসেনের কবর জিয়ারত করেন নবগঠিত উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
No comments