ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলায় সংঘর্ষে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের মহেশপুরে প্রীতি ফুটবল খেলায় সংঘর্ষে আবু হানিফ
(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
২১ জুলাই বিকাল ৫টার দিকে উপজেলার আলমপুর প্রাইমারি স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত হানিফ আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
মহেশপুর থানার ওসি শামীম উদ্দিন বলেন, গ্রামের ব্যবসায়ী দল ও কৃষক দলের মধ্যে প্রীতি ফুটবল খেলার অয়োজন করা হয়। একজন খেলোয়ারের মাঠে নামা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ৪ জন আহত হয়।
তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
No comments