শৈলকুপায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার রাত ১২ টার দিকে উপজেলার পদমদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমা খাতুন (৪০) ওই গ্রমের মৃত ইজাহার শেখের মেয়ে ও পার্শবর্তী চর ত্রিবেনী গ্রমের রইচ উদ্দিনের স্ত্রী। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতো নাজমা খাতুন। তার স্বামী রইচ উদ্দিন দ্বিতীয় বিয়ে করে ত্রিবেনী গ্রামে থাকতেন।

নিহত নাজমার ছোট ভাইয়ের স্ত্রী চম্পা খাতুন বলেন, আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ চিৎকার চেচামেচিতে উঠে দেখি আমার ননদ নাজমার রক্তাক্ত দেহ বিছানার উপর পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে লাশ টি উদ্ধার করে নিয়ে যায়।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, রাতে উপজেলার পদমদী গ্রাম থেকে নাজমা খাতুনের গলা কাটা মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তার স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের জন্য আমরা অভিযান চালাচ্ছি


No comments

Powered by Blogger.