ঝিনাইদহে ব্লক ও বাটিকের ৫ দিন ব্যপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ঝিনাইদহে ব্লক ও বাটিকের উপর ৫ দিন ব্যপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে শহরের মর্ডান মোড়ে ওয়েব’র উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে শেল্টার সমাজ কল্যাণ সংস্থা। এতে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েব’র ট্রেনিং কো-অর্ডিনেটর রিনা কনা পাল, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার উপ-পরিচালক শাহানুর রেজা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রোকসানা আক্তার। প্রশিক্ষণ প্রদান করেন ওয়েব’র প্রশিক্ষক আনোয়ারা বেগম। প্রশিক্ষণে অংশ নেয় সদর উপজেলার ৩০ জন ক্ষুদ্র নারী উদ্দোক্তা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চল
No comments