কালীগঞ্জ জাতীয় শ্রমিকলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কোটচাঁদপুর রোডস্থ উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।  কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক ইদ্রিস আলী ইদুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক মুসফিকুর রহমান ডাবলু, যুগ্ম-আহবায়ক অমিত সিকদার বিশু, যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব রবিন কুমার দাস, কালীগঞ্জ পৌর জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আব্দুল হালিম মোল্যা প্রমূখ। এছাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, মুক্তার হোসেন, আজম, কালীগঞ্জ-কোটচাঁদপুর ও মহেশপুর থানা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ আজিজুল রহমানসহ জাতীয় শ্রমিক লীগের নেতা-কর্মীদের উপস্থিতিতে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়নে অনির্বাচিত সিলেকশন কমিটি ও জোরপূর্বক দখল করে রাখা কমিটি দ্রুত দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনার শুরুতে জাতীয় শ্রমিক লীগ কালীগঞ্জ পৌর শাখার যুগ্ম-আহ্বায়ক মন্টু আহম্মেদ মটুকের অকাল মৃত্যুতে দোয়া করা হয়।





No comments

Powered by Blogger.