মহেশপুরে ভ্যানচালক পলাশ হত্যাকারীর গ্রেফতারের দাবীতে মানববন্ধন

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় ভ্যানচালক পলাশকে ছুরিকাঘাতে হত্যাকারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার মোদনপুর বাজারে এ কর্মসূচীর আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন, এলাকাবাসীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে নিহতের স্ত্রী শাকিলা, মা আয়েশা খাতুন, ইউপি সদস্য তরিকুল ইসলাম, সাবেক মেম্বার ইমদাদুল ইসলাম, মিজানুর রহমান, মফিজুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা, হত্যাকারী সুমনকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানান।

গত ২৭ মে স্ত্রীকে উক্ত্যতের প্রতিবাদ করায় মদনপুর গ্রামের ভ্যানচালক পলাশকে ছুরিকাঘাতে হত্যা করে তার চাচাতো ভাই সুমন।




No comments

Powered by Blogger.