ঝিনাইদহে াতন দিন ব্যপী “ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ” কোর্সের সমাপণী

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সদস্য ও সচিবগণের জন্য তিন দিন ব্যপী “ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ” কোর্স শেষ হয়েছে।

সোমবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে “ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ” কোর্সের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন । সেময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, কালীচরণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ফুরসন্ধি ইউপি চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম, দোগাছি ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজল সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সদস্য ও সচিবগণ।

পরে সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সদস্য ও সচিবগণের মাঝে সনদপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন।


No comments

Powered by Blogger.