ঝিনাইদহ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে আনু মন্টু মন্ডলের মনোয়নপত্র জমা

 

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে আনু মন্টু মন্ডল মনোয়নপত্র জমা দেন। রোববার সকালে এ মনোয়নপত্র জমা দেন আনু মন্টু মন্ডল। গরুর গাড়ী প্রতীক নিয়ে শহরে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিন করে হামদহ ঝিনাইদহ ট্রাক শ্রমিক ইউনিয়নে গিয়ে মনোয়ন পত্র জমা দেন। র‌্যালীতে শোভাবর্ধণ করে গ্রামীণ ঐতিহ্যবাহি খেলা লাঠিখেলার সর্দাররা। অর্ধশতাধিক মাইক্রোবাস ও কয়েকটি গরুর গাড়ী সঙ্গে নিয়ে বহর বের হয়। পরে শহেরর আনিছুর রহমান খোকা মিয়ার তেলের পাম্পে এস শেষ হয়। সেখানে লাঠি খেলা হয়। শ্রমিকরা লাঠি খেলা দেখে মুগ্ধ্ হয়।

সভাপতি প্রার্থী আনু মন্টু মন্ডল জানান, শ্রমিকরা আমার সাথে আছে। আমি সকলের নিকট দোয়া চাই। সবাই আমার সাথে থাকবে। আমি আশা করছি শ্রমিকরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। যেন আগামী দিনে শ্রমিকদের পাশে থাকতে পারি।

No comments

Powered by Blogger.