কোটচাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
রোকনুজ্জামান কোটচাঁদপুর থেকে-
প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী শিশুনিলয় ফাউন্ডেশন উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে এলাঙ্গী বাজার থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভন্ন দিক প্রদক্ষিণ শেষে ফাউন্ডেশনের মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
অনুষ্টানে এলাঙ্গী শিশুনিলয় ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী বজলুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলাঙ্গী ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলাঙ্গী ইউপি সদস্য আব্দুল মান্নান সহ ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
অনুষ্টান সঞ্চলনা করেন, এলাঙ্গী ফাউন্ডেশনের সমাজ উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান।
প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য বলে মনে করেন বক্তারা।
No comments