ঝিনাইদহে শব্দদূষণ বন্ধে প্রচারণার উদ্বোধন
ঝিনাইদহে শব্দদূষণ বন্ধে প্রচারণার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে যুব ফেডারেশন নামের একটি সংগঠন এই আয়োজন করে।
এতে যুব ফেডারেশনের আহবায়ক এস.এম রবি জেলা শহরে শব্দদূষণ বন্ধে বিস্তারিত আলোচনা করেন। সেসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন শ্রভ্রা রানী দেবনাথ , জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা সেলিম,অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার, যুব ফেডারেশনের সদস্য লক্ষন কুমার,মিঠুন বসু,জুয়েল রানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য,দীর্ঘদিন যাবত জেলা শহরে শব্দদূষণ বন্ধের উপর যুব ফেডারেশনের স্বেচ্ছাসবক দল নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
No comments