হরিণাণ্ডতে পাটের সাথে এ কেমন শত্রুতা!
ঝিনাইদহের হরিণাকুণ্ডতে রাতের আঁধারে নজিম উদ্দিন নামে এক কৃষকের পাঁচ বিঘা জমির পাট গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার আড়–য়াকান্দি গ্রামের খালের ধারের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক একই গ্রামের জোয়াদ আলীর ছেলে।
কৃষক নজিম উদ্দিন জানান, তিনি এবার ১২ বিঘা জমিতে পাট চাষ করেছেন। এর মধ্যে ওই মাঠে ছিল পাঁচ বিঘা। এরই মধ্যে পাট গাছগুলো বড় হয়েছে। রাতের কোনো এক সময় কে বা কারা তাঁরা পুরো পাঁচ বিঘা জমির পাট গাছের মাথা কেটে দিয়েছে। এতে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, গত পাঁচ মাস আগে তাঁর প্রায় ৩০ হাজার আটি বিচালি, ধান ও পাটকাঠির পালাও পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা
রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। এর আগেও ওই কৃষকের অনেক ক্ষতি করেছে দুবৃত্তরা। সেসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হরিণাকু-ু থানার ওসি আবু আজিফ বলেন, সরেজমিনে ওই গ্রামের মাঠে পুলিশ পাঠিয়ে পাট গাছ কেটে দেওয়ার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
No comments