কালীগঞ্জে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

এম শাহজাহান আলী সাজু-

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের তিনটি ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে কালীগঞ্জ বাজারের বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুল্লাহ। এ সময় ঝিনাইদহ ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনাকালীন স্যা¤পল বিক্রয়, সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ না করা ও বিক্রয়ের জন্য নিষিদ্ধ ঔষধ বিক্রয় করার অপরাধে শহরের শান্তি ফার্মেসীকে ২০ হাজার, নিউ মেডিসিন শপকে ১০ হাজার ও জালাল ফার্মেসীকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ জানান, বিভিন্ন অভিযোগে কালীগঞ্জ শহরের তিনটি ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি


No comments

Powered by Blogger.