কালীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

 স্টাফ রিপোর্টার-

জামালপুরের বকশিগঞ্জে সিনিয়র সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে কালীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।  বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ১০ টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়।

এতে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক চিত্রা নিউজ ২৪ ডট কম এর  সম্পাদক ও দৈনিক অনির্বানের ঝিনাদহ জেলা প্রতিনিধি সোলায়মান হোসাইন,সিনিয়র সাংবাদিক দৈনিক নয়াদিগন্তের গোলাম রসুল,  বাবুল আক্তার, হামিদুল ইসলাম, হরেন্দ্রনাথ সুত্রধরসহ অনেকে।  মানববন্ধনে বক্তারা সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। আগামীতে আর কোথাও যেন সাংবাদিক হত্যা বা নির্যাতনের শিকার না হন, সে দাবি জানান তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহজাহান আলী সাজু।  

সাংবাদিক রবিউল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিক এনামুল হক সিদ্দিক, মোমিনুর রহমান মন্টু, হুসাইন কবির সুজন, রাকিবুল ইসলাম, সাগর বিশ^াস, প্রবীর কুমার, বাদশা আলী, জাহাঙ্গীর আলম বাবু, মাসুদ রানা, পিন্টু সরকার, রাব্বিসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।


No comments

Powered by Blogger.