ঝিনাইদহে ঈদগাহ নির্মানে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে ঈদগাহ নির্মানে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানাযায়, ঝিনাইদহ পৌরএলাকার ভুটিয়ারগাতি এতিমখানার মাদ্রাসার মাঠে এলজিইডির অর্থায়নে একটি ঈদগাহ নির্মানের জন্য ১৪ লক্ষ টাকার টেন্ডার হয়।কাজটি পান ঠিকাদার আসাদ। ১৬ মিলিমিটার রড দিয়ে কাজ করার কথা থাকলেও তিনি ১২ মিলিমিটার রড ও নিন্মমানের ইট বালি দিয়ে ঈদগাহ নির্মানের কাজ শুরু করেন। নিয়ম নিতি উপেক্ষা করে ঈদগাহ নির্মানের কাজ শুরু করলে গ্রামবাসীর বাঁধার মুখে কাজটি বন্ধ করতে বাধ্য হন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুটিয়ারগাতি গ্রামের জনৈক ব্যাক্তি বলেন, এ ধরণের জঘন্য কাজ ঠিকাদারের আদৌ করা উচিৎ হয়নি। আমরা তার শাস্তি দাবী করছি।

অভিযুক্ত ঠিকাদার আসাদুর রহমান এর সাথে একাধিক বার তার মোবাইল ফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে সদর উপজেলা প্রকৌশলী আহসান হাবিব বলেন, ঘটনাটি আমি লোকমুখে শুনেছি কাজে অনিয়ম করা হচ্ছে । বিস্তারিত ফাইল না দেখে বলতে পারবো না। 

এ ব্যাপারে এলজিডির নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, ঘটনাটি আমি শুনেছি এবং ঠিকাদারকে ডেকে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি। বর্তমানে কাজটি বন্ধ রয়েছে। পূনরায় নির্মান কাজটি নতুন করে করতে হবে।


No comments

Powered by Blogger.